শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:১০

চারজন যুবকের প্রাইভেটকার এবং ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাইভেটকার এবং ট্রাকের সংঘর্ষে চার জন নিহত ও একজন আহত হয়েছেন আর এই ঘটনা যশোরে। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী। এরমধ্যে ঘটনাস্থলে তিনজন এবং যশোর জেনারেল হাসপাতালে একজন মারা যান।
নিহতরা হলেন, রাফসান চৌধুরী সাদনাম (৩০), নাইম (৩০), মুরসালিন (৩৮) ও জনি (৪০)। আহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন (৪০)। নিহতদের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় বলে আহত শাহাবুদ্দিন জানিয়েছেন।
আজ রবিবার (২৭ জুন) বেলা ১২টার দিকে যশোর সদরের নিমতলী ধোপাখোলা এলাকায় (যশোর-বেনাপোল সড়কে) এই দুর্ঘটনা ঘটে।