ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সীমান্তবর্তী দীঘিনালায়
বড়াদম এলাকার খাগড়াছড়ি জেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার বড়াদম এলাকার পূর্ব খামার পাড়ায় ঘটনাটি ঘটে।
নিহতের নাম অমর জীবন (৪০) চাকমা। তিনি সুরেশ চন্দ্র চাকমার ছেলে।
স্থানীয় এলাকার ৫নং ওয়ার্ড মেম্বার জীবন শান্তি চাকমা জানান, অমর জীবন ইউপিডিএফের সদস্য হওয়ার সুবাদে ঘটনাস্থলের পাশ্ববর্তী গ্রাম ২নং নোয়াপাড়া এলাকায় বিজয় চাকমার মেয়ে করোনা চাকমাকে বিয়ে করে এখানেই বসবাস করছিলেন।
নিহতের স্ত্রী করোনা চাকমা জানান, মধ্যরাতে অজ্ঞাত পরিচয়ের ৫/৭জন যুবক তাঁর স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়, সকালে পাশের গ্রামের জমিতে তার লাশ পড়ে থাকার সংবাদ পান।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ জনাব, মো. পেয়ার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।