বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫১

অনুমতি দিচ্ছে সরকার অ্যান্টিজেন পরীক্ষার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দ্রুত করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেবে সরকার। এই পরীক্ষায় খরচ হবে ৭০০ টাকা। রিপোর্ট পাওয়া যাবে ৩০ মিনিটের মধ্যে।
দুই-একদিনের মধ্যে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জনাব, জাহিদ মালেক।
তিনি বলেন, বেসরকারি হাসপাতাল ও ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেওয়া সংক্রান্ত ফাইলে সই করেছি। প্রজ্ঞাপন আকারে চলে আসবে দুই-একদিনের মধ্যেই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিজেন পরীক্ষার ফি ৭০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভালো মানের হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে। সবাই অনুমোদন পাবে না।
দেশে এখন আরটি-পিসিআর পদ্ধতিতে অধিকাংশ নমুনা টেস্ট করা হয়। এই পরীক্ষার রিপোর্ট পেতে ২৪ ঘণ্টা সময় লাগে। অ্যান্টিজেন টেস্টে নাক কিংবা মুখবিহ্বরের শ্লেষ্মা ব্যবহার করা হয়। রক্ত পরীক্ষা করেও অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা যায়।