শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:০৯

উপচে পড়া ভিড় লকডাউন আশংকায়, শিমুলিয়া এবং বাংলাবাজার ঘাটে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিমুলিয়া এবং বাংলাবাজার নৌরুটের ফেরিতে যাত্রী পারাপার আরও বেড়েছে, দেশজুরে লকডাউন ঘোষণার আশংকায়।
আজ শুক্রবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে দেখা গেছে ঢাকা ও দক্ষিনবঙ্গগামী উভয় মুখী মানুষের উপচে পড়া ভিড়। একসাথে পারাপার হচ্ছে পন্যবাহী ও জরুরি যানবাহন।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) জনাব, ফয়সাল আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে।
বিআইডাব্লিউটিসি সুপার ভাইজার শাহাবুদ্দিন জানান, যাত্রীদের জন্য চাপ বেড়েছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক বড় গাড়ি। সকাল থেকে বেলা ১০ টা পর্যন্ত ২শতাধিক গাড়ি পার করা হয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জনাব, জাকির হোসেন বলেন, শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে চেকপোস্ট আজও রয়েছে। আমাদের পক্ষ থেকে যথাসম্ভব যাত্রীদের ঘাটে আসা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। লকডাউনের নির্দেশনা মানার জন্য আহ্বান জানানো হচ্ছে। কিন্তু যাত্রীরা বিভিন্নভাবে ঘাটে এসে উপস্থিত হচ্ছে। মূলত লকডাউন ঘোষনার আশংকায় যাত্রীদের আগমন বেড়েছে এবং বাংলাবাজার ঘাট থেকেও ফেরি যোগে শিমুলিয়াঘাটে আসছে অনেক যাত্রী।