মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:১৪

করোনা শনাক্ত ছাড়াল ৬ হাজার, ২৪ ঘন্টায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে এক দিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ফের ছয় হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যুর সংখ্যাও রয়েছে আশির উপরে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার মৃত্যু হয়েছিল ৮৫ জনের।
এই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৫৮ জনের শরীরে। এর আগে ১২ এপ্রিল এর চেয়ে বেশি শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন ৭ হাজার ২০১ জন রোগী শনাক্ত হয়েছিল।
এ পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনের শরীরে। আর ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৬৮ জনের।
বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ল্যাবে মোট ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ছয় হাজার ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ।
সরকারি হিসাবে একদিনে আরও ৩ হাজার ২৩০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন।