রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১০

এক কিশোরের মৃত্যু হয়েছে নদীতে গোসল করতে নেমে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোসল করতে নেমে সাব্বির হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে আর এই ঘটনা ফরিদপুরে পদ্মার নদীতে। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় জেলা শহরের ধলার মোড় নামক এলাকায় পদ্মায় গোসল করতে নেমে ওই কিশোরের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ওই কিশোর ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাসা জেলা শহরের পূর্ব খাবাসপুর এলাকায়।
জানা যায়, বুধবার বিকেলে সাব্বিরসহ তিন বন্ধু বাই সাইকেলে ধলার মোড়ে এসে পদ্মার পানিতে গোসল করতে নামে। কিন্তু, নদীতে নামার পরই তারা উল্টো স্রোতের মুখে পড়ে। এসময় তাদের দুই বন্ধু অনেক চেষ্টায় সাতরে পাড়ে উঠতে পারলেও সাব্বির তলিয়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ বলেন, সাব্বির নামের ওই স্কুল ছাত্রকে তারা উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।