শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩০

৩ কোটি ছাড়াল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ভারতে ফের বেড়েছে আক্রান্তের সংখ্যা। কিন্তু গত ২৪ ঘণ্টায় সেই গিয়ে দাঁড়াল ৫০ হাজার ৮৪৮ জনে। গতকাল আক্রান্ত হয়েছিল ৪২ হাজার ৬৪০ জন।
এদিকে দেশটিতে দৈনিক সুস্থতার সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৮১৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও এসে দাঁড়িয়েছে ৬ লক্ষের কাছাকাছি। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের। যা গতকালের চেয়ে বেশি। মোট মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জনে। দেশটিতে করোনায় মোট আক্রান্ত ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫। সুস্থতার হার বেড়েছে ৯৬.৫৬ শতাংশ। রোজ পাঁচ শতাংশেরও কম হারে সংক্রমণ ঘটছে দেশে। গড়ে আপাতত থাকছে ২.৬৭ %।