ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন আর এই ঘটনা বগুড়ার মহাস্থানগড়ের হাতিবান্ধা নামক স্থানে। আহত হয়েছেন আরো ১৫ জন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান হাতিবান্ধা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ব্রিজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে সোনাতলার জুম্মার বাড়ি থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বগুড়া আসার পথে রংপুরগামী আহসান এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।
সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ, শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে।
শিবগঞ্জ থানার ওসি জনাব, সিরাজুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।