ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটুয়াখালী বাউফলে সড়ক দুঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নিহত ওই নারীর নাম মোমেলা বেগম (৫২)। নিহতের গ্রামের বাড়ি কালাইয়া গ্রামে। অটো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ ই জুন) বেলা ১০.৩০ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোসাঃ মোমেলা বেগম কালাইয়া ইউপির কর্পুরকাঠি গ্রামের আবুল কালামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোসাঃ মোমেলা বেগম দশমিনায় মেয়ে জামাই বাড়ি থেকে বাউফলের কালাইয়ায় নিজ বাড়িতে আশার পথে কালাইয়া টু দশমিনা সড়কের আয়শার হাটেঁর নবাব কাচাড়ি বাজার সংলগ্ন রাস্তা পাড় হওয়ার সময় বাউফল থেকে আসা অটো গাড়ির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা বেলা ১১.৩০ ঘটিকায় মোমেলাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং জরুরী বিভাগে থাকা চিকিৎসক ডাঃ মাহমুদ হাসান তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আল-মামুন বলেন, যদিও দুর্ঘটনাটির স্থান দশমিনা থানার আওতার ভিতরে পরেছে তারপরেও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।