ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ বাড়িতে পাথরমণি চাকমা (৬৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আর এই ঘটনা রাঙামাটির জুরাছড়িতে। তিনি জুরাছড়ি সদর ইউনিয়নের লুলাংছড়ি কার্বারি (গ্রামের প্রধান) ছিলেন।
রোববার রাতে উপজেলার ৮ কিলোমিটার দূরে লুলাংছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার জনাব, মীর মোদ্দাছের হোসেন।
তিনি বলেন, পাথরমণি চাকমা সেখানকার সেনাবাহিনীর বিভিন্ন কাজ করতেন বলে জানা গেছে। তিনি একটি অস্ত্র মামলার অন্যতম সাক্ষী ছিলেন। ধারণা করা হচ্ছে, তার বিরোধী দল তাকে হত্যা করেছে। যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা বিস্তারিত পরে জানা যাবে।
ওই এলাকার ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা বলেন, জুরাছড়ির প্রায় ৮ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। এলাকাটি খুবই দুর্গম এলাকা। ঘটনাস্থলের কিছু দূরে সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে। সেখানে মোবাইলের নেটওয়ার্ক সহজে পাওয়া যায় না। তাই এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।