বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৯

ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে সেতুতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু সেতুর (যমুনা সেতু) মাঝখানে রোববার (১৩ জুন)। ওই দুর্ঘটনায় সেতুর ১৮ নম্বর পিলারে কাছে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আহত হওয়া ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (১২ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
যারা নিহত বা আহত হয়েছেন তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। এদিকে, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোসাদ্দেক হোসেন জানান, ঢাকাগামী একটি ম্যাক্স গাড়ি (কাঁকড়া গাড়ি) সেতুর ১৮ নম্বর পিলারে কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দিলে ম্যাক্স গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। পরে পুলিশ সেখান থেকে ২ জনের লাশ উদ্ধার করে এবং ৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেন প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি রেকার দিয়ে অপসারণ করার পর গাড়ি চলাচল শুরু হয়।