বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:৫০

বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে একজনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্বশুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে সিয়াম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে আর এই ঘটনা রংপুরের মিঠাপুকুরে।
গতকাল (১০ জুন) বিকালে উপজেলার মিলনপুর ইউনিয়নের গোপালপুর পায়রাদহ গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুরে গোসল করতে নেমে সিয়াম পুকুরে ডুবে যায়। সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে নেমে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দলের সদস্যরা একটি পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।