শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৪

প্রাণ গেল পুকুরে ডুবে দেড় বছরের শিশুর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে জয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আর এই ঘটনা পাবনার চাটমোহরে। বুধবার (৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের আনকুটিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জয়া ওই গ্রামের আব্দুল মতিনের মেয়ে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, শিশু জয়া কিছুদিন হলো এক’পা দু’পা করে হাঁটতে শিখেছে। বিকেলে তার মা উঠোনে তাকে রেখে রান্না ঘরে কাজ করতে থাকে।
এ সময় শিশুটি হাঁটতে হাঁটতে বাড়ির পাশের পুকুরে গিয়ে পড়ে ডুবে যায়। কিছু সময় পরে তার মা তাকে খোঁজ করে না পেয়ে বাড়ির বাইরে গিয়ে দেখে তার বাচ্চাটি পানিতে ভেসে আছে। এসময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাচ্চাটিকে পানি থেকে তুলে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায় এবং এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন, স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াসিন আলি।