রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১৩

কিশোরদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেছেন পানছড়ি লোগাং জোন (৩ বিজিবি)।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাগড়াছড়ি জেলার সিমান্তবর্তী পানছড়িতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক স্থানীয় শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। ৭জুন সোমবার ৩’বিজিবি সদর দপ্তরে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব সামগ্রী তুলে দেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল জনাব, রুবায়েত আলম। এসব সামগ্রীর মাঝে ছিল, ফুটবল, বুট, ক্রিকেট জার্সি, ফুটবল জার্সি, ক্রিকেট ব্যাট, গ্লাবস ও স্ট্যাম্পস। এ সময় জোন অধিনায়ক বলেন, এলাকার বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের মধ্যে সহবস্থান নিশ্চিতের মাধ্যমে এলাকার সম্প্রীতি বজায় রাখতে লোগাং জোন সার্বক্ষনিক নিরলস কাজ করে যাচ্ছে। লোগাং জোন এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য ৩ বিজিবি লোগাং জোন এবারের শীতে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্র, বিভিন্ন এলাকায় ক্রীড়া সামগ্রী, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিদ্যালয়ের পাশে যাত্রী চাউনি নির্মান, গৃহ নির্মানের জন্য আর্থিক সহায়তা, এলাকার সেলাইজানা বেকার মহিলাদের সেলাই মেশিন ও ভ্যানগাড়ীসহ নানান সহায়তা দিয়ে সকল সম্প্রদায়ের মন জয় করে নিয়েছে।