শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:১০

লকডাউনের বিধিনিষেধ আরও বাড়লো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলমান লকডাউনের বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণের মধ্যে না আসার কারণে। নতুন করে আগামী ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এ বিধিনিষেধ। রবিবার (৬ জুন) বিকেল সোয়া ৪টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৩০ মে লকডাউনের বিধিনিষেধ বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়।
উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণ রোধে চলতি বছরের ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে সরকার। পরে আরও দুদিন বাড়ানো হয় সেই বিধিনিষেধ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার পর পরবর্তী দফায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে শুরু হয় সর্বাত্মক লকডাউন। এরপর কয়েক দফায় তা বাড়িয়ে করা হয় রোববার (৩০ মে) মধ্যরাত পর্যন্ত।