ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আর এই ঘটনা কুড়িগ্রামের ফুলবাড়ীতে।
শুক্রবার পুলিশ বাদী হয়ে দুই মাদক ব্যবসাীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা কুরুষাফেরুষা গ্রামের জরু মন্ডলের স্ত্রী হাজরা খাতুন (৩৫) ও একই গ্রামের মোজাফরের ছেলে রাশেদুল ইসলাম (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে বালারহাট-টু ফুলবাড়ী সড়কে হাসপাতাল মোড় এলাকায় পুলিশ একটি অটোবাইক তল্লাশী চালিয়ে এক নারীর কাছে ১ কেজি গাঁজা ও একই এলাকায় মোটরসাইকেলের সিটের নিচে ১ কেজি গাঁজাসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার ওসি জনাব, রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।