ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি স্বর্ণখনি ধসে পড়ায় ৯ জনের প্রাণ হানি ঘটেছে আর এই ঘটনা ঘানার উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
পশ্চিম আফ্রিকার এ দেশের ছোট আকারের বিভিন্ন স্বর্ণ খনিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয়ভাবে এসব স্বর্ণ খনি ‘গালামসি’ নামে বেশি পরিচিত। এদিকে দেশটির প্রেসিডেন্ট ননা আকুফো-আদ্দো তাদের দেশের পরিবেশগত ক্ষতির লাগাম টেনে ধরতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
পুলিশ জানায়, বুরকিনা ফাসো সীমান্তবর্তী আপার ইস্ট অঞ্চলের তলানসি জেলার জিবানির দুর্গম খনি এলাকায় সোমবার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে সর্বশেষ এ খনি দুর্ঘটনা ঘটে।
পলিশ মুখপাত্র ডেভিড ফিয়ানকো-অকিয়ারা এএফপি’কে বলেন, ‘আমরা মঙ্গলবার সেখানে আমাদের উদ্ধার অভিযান শুরু করেছি এবং বৃহস্পতিবার পর্যন্ত আমরা ৯ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
আমরা ধারণা করছি আরো ৩টি লাশ সেখানে আটকে পড়ে রয়েছে। সুতরাং তাদেরকে মৃত বা জীবিতাবস্থায় উদ্ধার করতে আমরা সম্ভাব্য সব কিছু করছি।
এদিকে আপার ইস্টেও আঞ্চলিক মন্ত্রী স্টিফেন ইয়াকুবু জানান, খনিটির নিবন্ধন রয়েছে। এটি অবৈধ না।
উল্লেখ্য, ঘানা আফ্রিকার দ্বিতীয়-বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী এবং এ ধাতব রপ্তানি কারক দেশ।