বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:০৯

১১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের চেয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগির সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ আর এই ঘটনা চট্টগ্রামে। নতুন করে সংক্রমিত হয়েছেন ১১১ জন ও আরোগ্যলাভ করেন ৩৭৯ জন। সংক্রমণের হার ১৩ দশমিক ১৫ শতাংশ। এ সময়ে করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল বুধবার নগরীর আটটি, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১১১ জনের মধ্যে শহরের ৭৪ জন, এবং বারো উপজেলার ৩৭ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ১৯, সীতাকুণ্ডে ৪, রাঙ্গুনিয়া, পটিয়া, আনোয়ারা ও সাতকানিয়ায় ২ জন করে এবং মিরসরাই, সন্দ্বীপ, ফটিকছড়ি, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন। জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৫৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে শহরের ৪২ হাজার ৭৬৬ ও গ্রামের ১০ হাজার ৯৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নগরীর এক রোগির মৃত্যু হয়। মৃতের সংখ্যা এখন ৬২৬ জন। এতে শহরের ৪৪৭ ও গ্রামের ১৭৯ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৩৭৯ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা এখন ৪১ হাজার ৪৫৩ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নেন ৫ হাজার ৮৫৭ জন এবং হোম আইসোলেশেনে থেকে সুস্থ হন ৩৫ হাজার ৫৯৬ জন। হোম আইসোলেশনে নতুন যুক্ত হন ৩০ জন ও ছাড়পত্র নেন ৭৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৪৪ জন।