ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অচেতন অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি মৃত্যু হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে। মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে নয়টার দিকে ওই ব্যাক্তিকে দুই জন যুবক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণার পরপরই তাকে উদ্ধার করে নিয়ে আসা ২ যুবককে আর খুঁজে পাচ্ছে না পুলিশ।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) জনাব, বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসা ওই দুই যুবক জানিয়েছে- শাহবাগ দোয়েল চত্বর এলাকায় রাস্তায় পড়েছিল অজ্ঞাতনামা ব্যক্তি। পরে উদ্ধার করে তারা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণার সঙ্গে সঙ্গেই ওই দুই যুবক হাসপাতাল থেকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তির মাথার পেছনে আঘাত রয়েছে। এখন এটা সড়ক দুর্ঘটনা নাকি অন্য কিছু বিস্তারিত কিছুই জানতে পারিনি। ওই ব্যক্তির পরনে ছিল জিন্স প্যান্ট ও গেঞ্জি। বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে।