রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৫১

অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে একজন পুলিশ কর্মকর্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, শফিকুল আজম (৫৫) নামের এক ট্রাফিক পুলিশ পরিদর্শকের (টিআই) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে আর এই ঘটনা ফেনীতে তার ভাড়া বাসায়।
সোমবার (৩১ মে) বিকালে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরীপাড়ার আশিক মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। জনাব, শফিকুল আজমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আউটপাড়ায়।
পুলিশ জানায়, জনাব, শফিকুল আজমের পরিবার ঢাকায় থাকেন। তিনি ফেনী শহরের ছাড়িপুর এলাকার পাগলা মিয়া সড়কের চৌধুরী পাড়ায় আশিক মঞ্জিলে ভাড়া থাকতেন। শুক্রবার (২৮ মে) দায়িত্বপালন শেষে বাসায় ফেরার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
আশিক মঞ্জিলের মালিক মনির আহাম্মদ বলেন, দুপুরে জনাব, শফিকের বাসা থেকে দুর্গন্ধ বের হলে দরজায় গিয়ে দেখা যায় ভেতর থেকে আটকানো। পরে পুলিশে খবর দিলে তারা দরজা ভেঙে ভেতরে জনাব, শফিকের মরদেহ দেখতে পান।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মঈনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখবো।