সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪০

একজন যুবক খুন হয়েছে ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন আর এই ঘটনা সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়। তিনি উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আছদ্দর আলী ছেলে।
শনিবার(২৯ মে) বিকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে শাহীন ও শরীফ নামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটিসহ হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে শরীফ প্রতিপক্ষ শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ ছুরিকাঘাতে গুরুত আহত হলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাহীনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি জনাব, মোক্তাদির হোসেন।
খুনের ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, এক যুবকের ছুরিকাঘাতে আরেক যুবক খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।