ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়কের পাশে উল্টে যাওয়া মিনিট্রাকের সাথে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন আর এই ঘটনা কক্সবাজারের রামুতে।
রামু থানার ওসি জনাব, মো. আজমিরুজ্জামান জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের নির্মাণাধীন বিকেএসপি’র সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন— কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার আশেক আহমদের ছেলে মোহাম্মদ জুবাইদ (২৭) এবং একই এলাকার আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ রিদওয়ান (৩০)।
স্থানীয়দের বরাতে ওসি জনাব, আজমিরুজ্জামান বলেন, সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ারনালা ইউনিয়নের বিকেএসপি’র সামনে একটি মিনিট্রাক উল্টে যায়। এক পর্যায়ে কক্সবাজারমুখি একটি মোটর সাইকেল সড়কের ওপর উল্টে যাওয়া মিনিট্রাকটি অতিক্রম করতে গিয়ে ধাক্কা লাগে। এতে দুই মোটর সাইকেল আরোহী গাড়ী থেকে ছিটকে পড়ে।
এসময় ঘটনাস্থলে মোহাম্মদ জুবাইদ নামের একজন নিহত হয়। এতে স্থানীয়রা আহত অপরজনকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলে এবং নিহতদের লাশ উদ্ধার করে।
নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জনাব, আজমিরুজ্জামান।