মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:০২

বিশ্বের ধনী দেশ কোনটি এবং তার ভিতরে বাংলাদেশ যত তম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০২১ সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ এবং তা উঠে এসেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায়। ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। তাদের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৭ হাজার ৫৭ ডলারে। তৃতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার।
চতুর্থ অবস্থানে উন্নীত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এছাড়া আগের তালিকার মতোই মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনীদেশ হিসেবে কাতার তার অবস্থান ধরে রেখেছে। চলতি বছর দেশটির জনগণের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৩ হাজার ৫০৮ ডলারে।
ফাইন্যান্স ম্যাগাজিন যেই তালিকা বানিয়েছে তাতে বাংলাদেশ বিশ্বের ১৪০তম ধনী দেশ। ভারত ১২৮ ও পাকিস্তান ১৪৪তম ধনী রাষ্ট্র।