ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৮ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে প্রেমিক আব্দুল হাকিম (২০) ও তার তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
রবিবার (২৩ মে) দুপুরের দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চারজন হলেন- গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ এলাকার লিলু মিয়ার ছেলে ওই তরুণীর প্রেমিক হাকিম ও তার বন্ধু সিলেট সদর উপজেলার পীরেরচক এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আক্তার হোসেন (২৩), উপজেলার বাঘা দক্ষিণ কান্দিগাঁও এলাকার মঈন উদ্দিনের ছেলে রাজন আহমদ (২২) ও বাঘা খালপাড় এলাকার সাহাব উদ্দিনের ছেলে শিপন আহমদ (১৯)।
গত শনিবার (২২ মে) দুপুর ২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার চরোরাগোল্লা এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে হাকিমের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক চলছিল। কিছুদিন ধরে ভিকটিমকে দেখা করার অনুরোধ করে আসছিলেন হাকিম। গত শনিবার (২২ মে) দুপুরে স্থানীয় মুরাদপুর বাজারে হাকিমের সঙ্গে দেখা করতে যান ওই তরুণী। পরে ঘুরতে যাওয়ার কথা বলে প্রেমিক হাকিম ওই তরুণীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে বাগমারা চরোরাগোল্লা এলাকার একটি নির্জন টিলায় নিয়ে যান। সেখানে আগে থেকেই ওৎপেতে থাকা হাকিমসহ তার তিন সহযোগীরা মিলে ওই তরুণীকে জোর করে ধর্ষণ করেন। এ সময় ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, গণধর্ষণের ঘটনায় গ্রেফতার চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, ওই তরুণী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।