শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৭

স্বর্ণের নতুন দাম কার্যকর দেশের বাজারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি নতুন দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা রোববার (২৩ মে) থেকে কার্যকর হয়েছে দেশের বাজারে ।
শনিবার (২২ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়।
সর্বশেষ ১০ মে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। সেই হিসেবে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা।
গত বছরের ৬ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৭৭ হাজার ২১৬ টাকায় উঠেছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম।
২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকারের দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা। ২১ ক্যারেট ৭০ জার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি ৫১ হাজার ২৬৩ টাকা।
তবে স্বর্ণের দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতো ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে।