রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:৩১

মাননীয় প্রধানমন্ত্রী কাল মুজিব কিল্লাসহ ১৭৫টি স্থাপনা উদ্বোধন করবেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আগামীকাল ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ ও গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র, ৫টি মুজিব কিল্লা উদ্বোধন এবং ৫০ টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং তা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব, ডা: মোঃ এনামুর রহমান।
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান। এসময় মন্ত্রণালয়ের সচিব জনাব, মোঃ মোহসীন উপস্থিত ছিলেন।