বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৪

গ্রেফতার হয়েছে বিকাশ প্রতারণা চক্রের সদস্য।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিকাশ প্রতারণা চক্রের সক্রিয় কয়েকজন সদস্য মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে আর এই ঘটনা মৌলভীবাজারে। গ্রেফতারকৃতরা হলেন, রাজনগর উপজেলার খাশ‌প্রেমনগর গ্রামের মৃত আছাদ আলীর ছেলে বুলবুল মিয়া (৩৬), একই গ্রামের মিলদার মিয়ার ছেলে মোঃ মাসুম (১৯) ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইছিকোটা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ফজলুল হক (৩২)।
এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর মোট-২৪ টি মোবাইল ফোন এবং নগদ-১,৩০,৭৩০/- টাকা উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শাহ ইব্রাহীম আলী নামে এক ভুক্তভোগী সদর থানায় অভিযোগ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি শাহ তাছলিম নামক ইমো নাম্বার থেকে তাহার ব্যবহৃত ইমো নাম্বারে ফোন করে তার বোনের কন্ঠ নকল করে বিভিন্ন সমস্যার কথা বলে বিকাশের মাধ্যমে ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার মডেল থানাধীন কোর্টরোডস্থ আনোয়ার ম্যানশন টিসি মার্কেটের দয়াল ষ্টোর হইতে বিকাশ দোকানদার ফজলুল হক(৩২) কে আটক করে জিজ্ঞাসাবাদে করলে সে অন্য আসামির তথ্য দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার সদর থানার ওসি জানান, আসামীগন সহ অজ্ঞাতনামা আসামীরা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজসে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইজ (মোবাইল ফোন) এর মাধ্যমে ছদ্ধবেশ ধারণ করে কৌশলে বিকাশের মাধ্যমে বিকাশ একাউন্ট হইতে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা সংগ্রহ করে আত্নসাৎ পরে আসছিলো। গ্রেফতারের পর উক্ত আসামিদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।