মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৩১

লকডাউন ঘোষণা ৩৪টি রোহিঙ্গা শিবিরে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হঠাৎ করে রোহিঙ্গাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি শিবিরে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ (২১ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার বিকলে বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জনাব, শাহ রেজওয়ান হায়াত।
তিনি গণমাধ্যমকে বলেন, শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ বাড়ায় শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওষুধ ও ফুডসের কার্যক্রম চলমান থাকবে।
কক্সবাজার স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮২৩ জন রোহিঙ্গার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এরমধ্যে ১২ জন মারা গেছেন।