বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৩

একজন যুবক গ্রেফতার হয়েছে অস্ত্রসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে অস্ত্র এবং গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আর এই ঘটনা পাবনা পৌর সদরে বুধবার রাতের।
গ্রেফতার যুবকের নাম তিহাদ শেখ (২৫)। তিনি পৌর সদরের শালগাড়িয়া রেলপাড়া মহল্লার রবি শেখের ছেলে।
পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক জনাব, আব্দুল হান্নান জানান, পুলিশ সুপারের নির্দেশে বুধবার রাতে পৌর সদরের রেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ঘটনাস্থল থেকে তিহাদ শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, একটি চাকু ও দুটি চাইনিজ কুড়াল।
জনাব, আব্দুল হান্নান জানান, এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আটক তিহাদ শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে।