শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৬

পালিয়ে আসা ১১ রোহিঙ্গা আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ (১৮ মে) নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করেছে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে আর এই ঘটনা চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকা যোগে পালিয়ে যাওয়ার সময় সন্দ্বীপের রহমতপুর উপকূল হতে ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। পালিয়ে আসাদের মধ্যে ৩ জন শিশু, ৬ জন মহিলা ও ২ জন যুবক রয়েছে।
পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে আলাপ করে জানা গেছে, তারা সন্দ্বীপ হয়ে কক্সবাজারের বালুখালী ক্যাম্পে ফেরৎ যাওয়ার উদ্দেশেই এক লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে এসেছে।
সন্দ্বীপ কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সফিউল্লাহ জানান, বিষয়টি নিয়ে তারা ভাসানচর নৌবাহিনী কর্মকর্তাদের সাথে আলাপ করেছেন। তারা বলেছেন আটক রোহিঙ্গাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করার জন্য।
তিনি বলেন, সন্দ্বীপ থানার মাধ্যমে পুনরায় তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরৎ পাঠানো হবে।
এর আগেও সন্দ্বীপের আজিমপুর থেকে ১ জন এবং মাইটভাঙ্গ এলাকা থেকে ৩ জন রোহিঙ্গাকে স্থানীয় জনতা আটক করে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে তাদের ভাসানচর ক্যাম্পে ফেরৎ পাঠানো হয়েছে।