বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯

২৩ মে পর্যন্ত প্রজ্ঞাপন জারি এবং সর্বাত্মক লকডাউন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে।
লকডাউনের বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
রবিবার (১৬ মে) উপসচিব জনাব, মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে ১৬ মে মধ্যরাত থেকে আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সকল দফতর/সংস্থাসমূহ জরুরি পরিষেবার আওতামুক্ত হবে। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁসমূহ কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করতে পারবে।
এর আগে শনিবার লকডাউন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব, ফরহাদ হোসেন জানিয়েছিলেন, লকডাউন ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত করা হচ্ছে।