শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:২৫

মেয়ের লাশ পুকুরে ভেসে উঠল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধান শুকাচ্ছিলেন মা বাড়ির উঠানে। এর ফাঁকে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় আড়াই বছরের শিশু জান্নাতুল আক্তার। কিছুক্ষণ পর তার মরদেহ ভাসতে দেখেন মা।
শনিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতুল আক্তার ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহ নূর এ আলম বলেন, জান্নাতুলের মা বাড়ির উঠানে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। তার অগোচরে পুকুরে ডুবে যায় মেয়ে। মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।