ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খুলছে অফিস-আদালত আগামীকাল রবিবার (১৬ মে) থেকে। সেই সাথে খুলবে ব্যাংক-বীমা এবং শেয়ারবাজারও। গত বৃহস্পতিবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। আজ শেষ হচ্ছে সেই ছুটি।
ইতোমধ্যে আপনজনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে চাকরিজীবিরা। আজ সকাল থেকে ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।
এদিকে অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকায় ঈদে গ্রামে যাওয়া মানুষকে ফিরতে যথেষ্ট বেগ পেতে হবে।
ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক জনাব, ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে। পরে যথাযথ ব্যবস্থা নিয়ে যেন তাদের ফেরানো হয়।