ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলমান বিধিনিষেধ বা ‘লকডাউন’ আরও বাড়তে পারে করোনাভাইরাসের সংক্রমণ রোধে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ চলার কথা। আরও এক সপ্তাহ তথা সাত দিন বাড়ানো হলে ২৩ মে পর্যন্ত এ বিধিনিষেধ চলবে।
সূত্র জানিয়েছে, দেশে করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যুর হার কিছুটা নিম্নগামী হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছে সরকার। এ কারণেই চলমান ‘লকডাউন’ ঈদের পরও অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে আরও ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কারণ, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
তারা আরও জানিয়েছেন, যেভাবে মাখামাখি করে স্বাস্থ্যবিধির চূড়ান্ত লঙ্ঘন করে মানুষজন রাজধানী ছেড়েছেন, তারা আবারও ঈদের পর একইভাবে রাজধানীতে ফিরবেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। যারা রাজধানী ছেড়ে গ্রামে গেছেন, এতে যদি তাদের অর্ধেক পরিমাণ মানুষও আটকে রাখা যায়, তাহলে কিছুটা হলেও সুবিধা পাওয়া যাবে।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব, ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, এটা (বিধিনিষেধ বাড়ানো) নিয়ে চিন্তা-ভাবনা হচ্ছে। মানুষ যে বাড়িতে গেল, শতভাগ মাস্ক পরলে ঝুঁকি কম থাকত। এ জন্য বিধিনিষেধ আরও বাড়ানো হতে পারে।
কতদিন বাড়ানো হতে পারে- জবাবে তিনি বলেন, এক সপ্তাহ বাড়ানো হতে পারে।
করোনার ভারতীয় ধরন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে যাদের করোনার ভারতীয় ধরন ধরা পড়েছে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সরকার যথাসময়ে সব সিদ্ধান্তই নিচ্ছে।