ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন আর এই ঘটনা নরসিংদীতে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
বুধবার (১২ মে) দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একটি যাত্রীবাহী লোকাল বাস ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল। পথে সৃষ্টিগড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি হায়েস মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও এক নারীসহ তিন জন নিহত হন। এছাড়া মাইক্রোবাসটির আরও পাঁচ জন আহত হয়েছেন।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হাতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।