রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ২:৫৭

৩ জন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে অস্ত্র এবং গুলিসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্র এবং গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা কক্সবাজার শহরের টেকপাড়ায়। শনিবার (৮ মে) দিনগত রাত পৌনে একটার দিকে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, সদরের ভারুয়াখালীর পশ্চিম পাড়া এলাকার আব্দুল গোফফারের ছেলে রুহুল আমিন প্রকাশ সোহেল (৩২), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইলিয়াস (৩৫) ও শহরের পশ্চিম বাহারছড়া এলাকার আবু তাহেরের ছেলে ছৈয়দ হোসেন রানা (২৮)।
এ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুনীর-উল গিয়াস।
তিনি জানান, অভিযানে গ্রেপ্তার ৩ জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশে তৈরী একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।