ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাড়িতে অভিযান চালিয়ে বস্তাভর্তি ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ আর এই ঘটনা কক্সবাজার শহরের কলাতলী এলাকায়।
শনিবার (৮ মে) সকাল ৭টার দিকে মধ্যম কলাতলীর শামসুল ইসলামের বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মধ্যম কলাতলীর শামসুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও তার ছেলে সাইফুল ইসলাম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের বড় ছেলে রাসেল সাগর পথে ইয়াবা এনে পাচার করে আসছিলো। এমন খবরে শনিবার ভোরে পুলিশ তার বাসায় অভিযান চালায়। এসময় বস্তাভর্তি লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ রাসেলের ছোট ভাই সাইফুল ও মাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, রফিকুল ইসলাম। তিনি বলেন, ইয়াবাগুলো কলাতলীর নৌকার ঘাট দিয়ে এসে শামসুল ইসলামের বাড়িতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়। সে রকম একটি চালানের খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।