ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইটভর্তি ট্রাকের চাপায় রুহুল আমীন ওরফে মতিন (৫২) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে আর এই ঘটনা মানিকগঞ্জের সিংগাইরে।
শুক্রবার বেলা দুইটার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মতিন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা মোল্লা বাড়ি মসজিদে ইমামতি করতেন। তার পৈতৃক নিবাস পটুয়াখালী জেলায় হলেও তিনি সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে বাড়ি করে স্বপরিবারে বসবাস করতেন।
নিহতের স্বজন হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে মতিন মসজিদ থেকে ফজরের নামাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই সড়কের বাস্তা বাসস্ট্যান্ডে পৌঁছলে ইটভর্তি ঢাকাগামী একটি ট্রাক পেছন দিক থেকে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।