ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবক আল-আমিনকে (৩৫) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত আর এই ঘটনা বরিশালে। সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় বুধবার বিকালে সদর উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম নিশাত তামান্না এ দণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, সাহেবের হাট এলাকার বাসিন্দা আল-আমীন নামের ওই যুবক একই এলাকার এক প্রবাসীর স্ত্রীকে বেশকিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ভুক্তভোগী নারী বিভিন্ন স্থানে অভিযোগ দিলেও কোনো প্রতিকার না পেয়ে বরিশাল সদরের সহকারী কমিশনারের (ভূমি) কাছে অভিযোগ করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই যুবককে একমাসের কারাদণ্ড দেন সদর উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম নিশাত।