ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে আর এই ঘটনা বরগুনায়। সোমবার (৩ মে) ধর্ষণের শিকার ওই গৃহবধূ বেতাগী থানায় মামলাটি দায়ের করেন।
বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী ইমরান মৃর্ধা ঢাকায় চাকরি করে এবং শ্বশুর-শাশুড়ি নিয়ে তিনি বাড়িতে থাকেন।
ঘটনার দিন সন্ধ্যা ৬টায় গৃহবধূর শাশুড়ির ছোট ভাই ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে দেখার জন্য শ্বশুর-শাশুড়ি তাদের বাড়িতে যায়। ওই সুযোগে খলিল হাওলাদারের ছেলে নাঈম ঘরের সামনের দরজায় এসে ডাক দিলে গৃহবধূ দরজা খুলে। ইফতারের আগমুহূর্তে তখন নাঈম পলিথিনে কিছু ইফতার দেয় এবং সেই ইফতার নিয়ে ঘরের খাবার রুমে গিয়ে রেখে পুনরায় সামনের দরজা আটকাতে আসে তখন নাঈম ঘরে ডুকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাখাওয়াত হোসেন তপু বলেন, থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।