ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ রাকিবুল হাসান রাজু (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ আর এই ঘটনা শেরপুরে।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে শহরের পশ্চিম গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজু ওই এলাকার মো. ইসরাফিলের ছেলে। শনিবার (১ মে) বিকেলে মাদক আইনের নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মনসুর আহাম্মদের নেতৃত্বে এসআই আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় অভিযান চালায়। এই সময় স্থানীয় হৃদয় স্টোর সংলগ্ন পশ্চিম পার্শ্বে পাকা রাস্তা থেকে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান রাজুকে হাতেনাতে আটক করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মনসুর আহাম্মদ জানান, শেরপুরের পুলিশ সুপার জনাব, হাসান নাহিদ চৌধুরীর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, মোহাম্মদ হান্নান মিয়ার সার্বিক তত্বাবধানে শেরপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আটক রাজুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।