শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:৩৬

পুলিশ তরমুজের দাম নিদিষ্ট ভাবে নির্ধারণ করে দিলো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশ নাটোরে তরমুজের দাম নির্ধারণ করে দিয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) তরমুজ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে সর্বনিম্ন ২৫ টাকা থেকে সর্বোচ্চ ৪৫ টাকা কেজি দরে তরমুজ বিক্রির দাম ঠিক করে দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব, তারেক যুবায়ের বলেন, সারাদেশের মতো নাটোরেও কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের সম্মতিক্রমে ঠিক হয়, পাইকারি ব্যবসায়ীরা ছয় কেজির ওপরের তরমুজের প্রতি কেজি বিক্রি করবেন ৪০ টাকায়। এ তরমুজ খুচরা বিক্রেতারা বিক্রি করবেন ৪৫ টাকা কেজিতে।
এছাড়া চার-ছয় কেজি ওজনের তরমুজ পাইকারি ব্যবসায়ীরা বিক্রি করবেন ৩০ টাকা কেজিতে। আর খুচরা বিক্রেতারা বিক্রি করবেন ৩৫ টাকা কেজিতে।
আর এক-তিন কেজি ওজনের তরমুজ পাইকারি বাজারে ২০ টাকা কেজিতে। আর খুচরা বিক্রেতারা বিক্রি করবেন ২৫ টাকা কেজিতে।