ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি আবাসিক ফ্ল্যাট থেকে তাছলিমা আক্তার (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা কুমিল্লার দেবীদ্বারে। নিহত তাছলিমা মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের হোসেন মিয়ার মেয়ে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাছলিমার স্বামী রবিউল্লাহকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে পৌরসভার গোমতী আবাসিক এলাকার একটি ফ্লাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক বলেন, নিহতের ফ্লাট থেকে উদ্ধার করা আলামতের মধ্যে মোবাইল ফোনটি ছিল গুরুত্বপূর্ণ। ওই মোবাইল ফোনের সূত্র ধরে রাত দেড়টায় নিহতার বাপের বাড়ি মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের বাড়ি থেকে তার স্বামী রবিউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তরিপোর্ট আসার পর এটি হত্যা, নাকি আত্মহত্যা করেছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।