শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৫৩

ভ্যাকসিন অনুমোদন চীনের সিনোফার্মের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্যে করোনা মহামারিতে চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল জনাব, মাহবুবুর রহমান এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, চীন প্রথম দফায় ৫ লাখ ডোজ দিচ্ছে। এর বাইরে আগামী দুই সপ্তাহে চীনের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে।
জনাব, মাহবুবুর রহমান বলেন, আজ আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন দেশে প্রয়োগের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।