ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাজাসহ এক মাদক সেবনকারি গ্রেফতার করেন বন্দর থানার পুলিশ আর এই ঘটনা বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠীতে। বন্দর থানাধীন তালুকদার মার্কেট, ভোলা সড়ক থেকে গত ২৪ (এপ্রিল) শনিবার রাত আনুমানিক ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার চৌকস পুলিশ অফিসার এস আই জনাব, সামছুল ও তার সঙ্গিয় ফোর্সসহ তালুকদার মার্কেট, ভোলা সড়ক থেকে ,নলছিটি উপজেলার ৫ নং দপদপিয়ার বাসিন্দা মাহবুব হাওলাদারের ছেলে মোঃ সাকিব (২৬) কে ৫০ গ্রাম গাজা সহ আটক করে। গ্রেফতার হওয়া সাকিবের কাছ থেকে তল্লাশি করে সেবনের জন্য ক্রয় এর ৫০ গ্রাম গাজা উদ্ধার করেন বন্দর থানার চৌকস পুলিশ অফিসার এস আই জনাব, সামছুল। আটককৃত সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান, পুলিশ। ঐ সময় গনমাধ্যম কর্মিদের তিনি জানান মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারীরা সমাজ ও দেশের শত্রু। মাদক নির্মূলে পুলিশ বাহিনী বদ্ধ পরীকর। মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারী যে হোক না কেন তাদের কোন ছার নেই। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, তাই আমরা পুলিশ বাহিনী ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি।