ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আয়েশা আক্তার (১২) নামে চট্টগ্রামে এক কিশোরী আত্মহত্যা করেছে, মোবাইল ব্যবহার নিয়ে মায়ের বকুনির পর অভিমানে গলায় ফাঁস দিয়ে। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটে।
আয়েশা আক্তার কক্সবাজারের উখিয়া এলাকার বাসিন্দা মো. শামসুল আলমের মেয়ে। পরিবারের সঙ্গে সে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মোনাফ কলোনীতে ভাড়া বাসায় বসবাস করত।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, রাত ৯টার দিকে বাকলিয়া এলাকা থেকে গলায় ফাঁস দেয়া এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।