মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১০:২৭

সরকা‌রি চাল উদ্ধার ৭৬ বস্তা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কে‌জির ৭৬ বস্তা চাল উদ্ধার ক‌রেছে উপজেলা প্রশাসন আর এই ঘটনা টাঙ্গাই‌লের গোপালপুরে।
বৃহস্প‌তিবার (২২ এপ্রিল) ‌বিকে‌লে উপ‌জেলার হা‌দিরা ইউ‌নিয়‌নের চাতু‌টিয়া এলাকার লাল মিয়ার বা‌ড়ি থে‌কে এ চালের বস্তাগু‌লো উদ্ধার করা হয়।
উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. পার‌ভেজ ম‌ল্লিক বলেন, গোপন সংবাদে উপজেলার হাদিরা ইউনিয়নের লাল মিয়ার বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৬ বস্তা চাল জব্দ করা হয়। ত‌বে এ সময় কাউ‌কে পাওয়া যায়‌নি।
চাল উদ্ধা‌রের ঘটনায় উপ‌জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হ‌য়ে ক‌য়েকজ‌নের বিরু‌দ্ধে নিয়‌মিত মামলা দা‌য়ের কর‌বেন।