শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:০৭

অভিযান চালিয়ে জরিমানা করা হয় অবৈধ পলিথিন কারখানায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত আর এই ঘটনা টাঙ্গাইলের কালিহাতীতে। সেই সঙ্গে কারখানাটি সিলগালা এবং ম্যানেজার ও জায়গার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার রৌহায় অবৈধ পলিথিন কারখানায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. কামরুল হাসান।
এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব, সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট জনাব, কামরুল হাসান জানান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাত করণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার ম্যানেজারকে ১০ হাজার টাকা ও জমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ৫০ কেজি পলিথিন উৎপাদনের কাঁচামাল পিপি দানা, ৩০০ কেজি পলিথিন এবং ২ টি বোলিং মেশিন ও ১ টি কাটিং মেশিনসহ কারখানাটি সিলগালা করে দেয়া হয়।