ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে শাহজাহান মিয়া (৩২) নামে মানব পাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ আর এই ঘটনা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। এ সময় তার কাছ থেকে জাল বিমান টিকিট, জাল ভিসা ও ভূয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান উপজেলার দত্তপাড়া গ্রামের আঃ জলিল মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে মানব পাচার কাজের সাথে সম্পৃক্ত ছিলো।
সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-১৪ কার্যালয়ের কোম্পানী কমান্ডার মেজর জনাব, আখের মুহম্মদ জয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে রবিবার (১৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার রহমতগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের কোম্পানী কমান্ডার মেজর জনাব, আখের মুহম্মদ জয় বলেন, শাহজাহান গ্রামের সাধারণ মানুষদেরকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে। এছাড়া সে জালিয়াতির মাধ্যমে অনেককে ভূয়া নিয়োগপত্র ও জাল ভিসা তৈরি করে বিভিন্ন দেশে মানবপাচার করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।
তিনি বলেন, রাত আড়াইটার দিকে উপজেলার রহমতগঞ্জ বাজার এলাকায় র্যাব-১৪ (সিপিএসসি, টিটিসি) ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এএসপি জনাব, তাসলিম হুসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছে থাকা জাল বিমান টিকিট, জাল ভিসা ও ভূয়া নিয়োগপত্র পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে।