শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৫৯

লকডাউনের মধ্যে হোটেল খোলা রাখায় ১০ হাজার টাকা জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশের ন্যায় ১৪ এপ্রিল ফরিদপুরের নগরকান্দায় লকডাউন ঘোষণা করেন নগরকান্দা উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় উপজেলা লস্কারদিয়া বাজারে লকডাউনের মধ্যে এক হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আহসান মাহমুদ রাসেল।
অভিযানে নিবার্হী ম্যাজিস্ট্রেট জনাব, আহসান মাহমুদ রাসেল বলেন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২ এর এক ধারা অমান্য করায় রেইনবো হোটেল মালিক মেহেদি হাসান শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করি সে সাথে সবাইকে লকডাউন মানা ও মাস্ক ব্যবহার করার অনুরোধ জানাই।